আজই মাধ্যমিক ২০২৪ পরীক্ষার ফলপ্রকাশ করতে চলেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। লোকসভা ভোটের আবহে মাধ্যমিকের ফলাফল প্রকাশ হতে চলেছে। আজ ২ মে, বৃহস্পতিবার ফলাফলের আশায় রয়েছে লাখ লাখ দশম শ্রেণীর পরীক্ষার্থীরা। এদিন সকাল ৯টা বাজলেই প্রেস কনফারেন্স করে ফলপ্রকাশ করতে চলেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। তারপর সকাল ৯টা ৪৫ মিনিট রেজাল্ট দেখা যাবে ওয়েবসাইটে।
www.wbbse.wb.gov.in এবং wbresults.nic.in এর মত সরকারি ওয়েবসাইট সহ মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখা যাবে বেসরকারি ওয়েবসাইট থেকেও। একথা জানিয়েছে, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। আজ বৃহস্পতিবার বিভিন্ন ক্যাম্প অফিস থেকে সকাল ১০টা থেকেই স্কুলগুলিকে রেজাল্ট দেওয়া হবে। বলাই বাহুল্য, জীবনের সবচেয়ে বড় পরীক্ষার ফলাফল আজ দুপুর থেকেই হাতে পাবে পরীক্ষার্থীরা।
কোন কোন ওয়েবসাইটে মাধ্যমিকের ফলাফল দেখতে পারবেন?
www.wbbse.wb.gov.in এবং wbresults.nic.in ওয়েবসাইটে রোল নম্বর আর ডেট অব বার্থ দিয়ে লগ-ইন করে ফলাফল দেখতে পারবে পরীক্ষার্থীরা। সেখান থেকেই মার্কশিটের পিডিএফ ডাউনলোড করাও যাবে। wbresults.in , wbbse.org ওয়েবসাইটেও ফলাফল প্রকাশিত হবে। exametc.com ওয়েবসাইটেও রেজাল্ট দেখা যাবে।
কিভাবে ধাপে ধাপে দেখবেন রেজাল্ট;- প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট wbresults.nic.in প্রবেশ করুন। এরপর ক্লিক করুন WBBSE মাধ্যমিক ক্লাস 10 রেজাল্ট লিংকে। রোল নম্বর, জন্ম তারিখ দিয়ে লগইন করুন। আপনার সামনে খুলে যাবে WBBSE রেজাল্ট ২০২৪ লগ-ইন উইন্ডো। সেখানে মাধ্যমিকের রোল নম্বর, জন্ম তারিখ সহ প্রয়োজনীয় তথ্য দিন। এরপর সাবমিট বাটনে ক্লিক করলেই রেজাল্ট দেখতে পাবেন। প্রসঙ্গত, আজ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হওয়ার পর একাদশে ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে শুক্রবারই।