গরমে নাজেহাল বঙ্গবাসী। স্বস্তির নিশ্বাস নেই কোনো জেলায়। এরই মধ্যে আবহাওয়ায় এলো বিরাট আপডেট। আবহাওয়া সূত্রে খবর, তাপপ্রবাহের যে পরিস্থিতি চলছে দক্ষিণবঙ্গে, তাতে আবহাওয়ায় একটা বড়সড় পরিবর্তন হবে। গতকাল আকাশ আংশিক মেঘলা থাকার কারণে তাপমাত্রা সামান্য একটু কম রয়েছে দুই একজায়গায়। তাপমাত্রা কিছুটা কম ছিল পশ্চিমের জেলাগুলিতেও। কিন্তু আজ কি হবে?
আজকে থেকে আবার কিছুটা বাড়বে তাপমাত্রা। অর্থাৎ আকাশ মেঘলা থাকার কারণে তাপমাত্রা যতটা কমে গিয়েছে, ততটাই আবার বেড়ে যাবে। তাপমাত্রা যে সকল জায়গায় কমে গিয়েছে, ২ থেকে ৪ ডিগ্রি করে বেড়ে যাবে সেই সকল জায়গায়। ফলে আগামী ১ সপ্তাহ ধরে একই থাকবে তাপপ্রবাহের পরিস্থিতি।
আজকে আবার আস্তে আস্তে বাড়বে তীব্র তাপপ্রবাহের মাত্রা। তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে পশ্চিম বর্ধমান, দুই মেদিনীপুর এবং বাঁকুড়ায়। মূলত এর মধ্যে তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুরে। দক্ষিণ ২৪ পরগনায় জারি হয়েছে তাপপ্রবাহের হলুদ সতর্কতা। পাশাপাশি, তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে কলকাতা, হাওড়াতেও।এখানেই শেষ নয়, হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী পাঁচদিন মারাত্মক গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। এদিন পশ্চিমের তিন জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। তবে কোনও সম্ভাবনা নেই বৃষ্টিতে তাপমাত্রা কমার। আংশিক মেঘলা আকাশ থাকবে বাকি জেলাতেও।