সম্প্রতি সাংবাদিকের সাথে সাক্ষাৎকারে প্রদেশ কংগ্রেসের সভাপতি ও বহরমপুরের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী প্রধানমন্ত্রী সম্বন্ধে বলেছেন নিজের আশা মতো ফল হবেনা সেটি বুঝে গেছেন নরেন্দ্র মোদী তাই তিনি জনগণকে ভুল বোঝাচ্ছেন। তার মতে প্রধামন্ত্রী এখন ভয়ে আছেন কারণ তাঁর মুখোশ খুলে গেছে।
শুধু বিজেপিকেই নয় তিনি তৃণমূলকেও কটাক্ষ করেছেন। তিনি বলেছেন তৃণমূলের ভুলগুলোকে তিনি সকলের সামনে আনতে চান।। অধীর রঞ্জন চৌধুরী এবার বহরমপুরের বাম ও কংগ্রেসের জোটের প্রার্থী হিসেবে লড়াইতে নেমেছেন। অন্যদিকে তাঁর বিরুদ্ধে রয়েছেন তৃণমূলের প্রার্থী ও প্রাক্তন ক্রিকেট খেলোয়াড় ইউসুফ পাঠান ও বিজেপির ডাঃ নির্মল সাহা। এই লোকসভা কেন্দ্রে আগামী ১৩ মে ভোট হতে চলেছে। অধীর রঞ্জন চৌধুরী গত কয়েক বছর ধরেই জয়ী হয়ে আসছেন। তাই এবার তার জেতার সম্ভাবনা রয়েছে।২০১৯ সালে তিনি এই কেন্দ্রে থেকে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন। এবার নির্বাচনের ফলাফল কী হয় সেটিই দেখবার বিষয়।