অনেক চেষ্টা করে প্রধানমন্ত্রী কাশ্মীরের উপর থেকে ৩৭০ অনুচ্ছেদ সরিয়ে দিয়েছেন। এরপর সেখানে অনেকটা শান্তিও এসেছে। কিন্তু তিনি এই ভোটের মরশুমে সেই কাশ্মীরেই দল থেকে কাউকে প্রার্থী করেন নি। ভোটের জন্য সব জায়গায় গেলেও ভূস্বর্গকাশ্মীরেই যান নি।
যার জন্য বিরোধী দলের সদ্যরা প্রশ্ন তুলেছেন যে এতো উন্নতি করা দল থেকে কেউ প্রার্থী হলো না কেনো? জম্মু কাশ্মীরে মোট আসন রয়েছে ছয়টি। জম্বুতে দুইটি, তিনটি কাশ্মীর ও একটি লাদাখে। যদিও বিজেপি এই সমালোচনাগুলো কান পাতছে না। তবে অনেকেই বলছেন যে সেখানে বিজেপির কোনো সমর্থন নেই তাই হয়তো বিজেপি ভয়ে পিছিয়ে গেছে।
আনন্তরাগ রাজৌরি থেকে প্রার্থী হয়েছেন পিডিপি সভাপতি মেহবুবা মুফতি। এই কেন্দ্রে ভোট হওয়ার কথা ছিল ৭ই মে কিন্তু আবহাওয়া খারাপ হওয়ার কারণে নির্বাচন পিছিয়ে গিয়েছে। অন্যদিক জম্মুর দুটি আসন উধমপুর ও জম্মুতে সবসময়ই লড়াই হয় কংগ্রেস ও বিজেপির।এই দুই এলাকায় এনসি ও পিডিপির দুটি দলেরই সমর্থক রয়েছে। এবার উধমপুরে প্রার্থী হয়েছে বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। অন্যদিক জম্মুতে আছেন যুগল কিশোর।এই দুই কেন্দ্রেই ভোট হয়ে গেছে অনেক আগেই। উধমপুরে জিতেন্দ্র সিংকে জোর টক্কর দিয়েছেন কংগ্রেসের নেতা লাল সিং। এদিকে লাদাখের দখলে ছিল বিজেপি। লাদাখে অনেকদিন ধরেই চলছে নানা সমস্যা। তাই মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী কেনো কাশ্মীর ও লাদাখে যায়নি প্রচার করতে।
https://pixabay.com/illustrations/narendra-modi-modi-2112081/