ডাউরি খাল পুরুলিয়ার একটি অ্যাডভেঞ্চার জায়গা। সেখানে অনেক মানুষ ট্রেকিং করতে যায়। জায়গাটি যেমন সুন্দর ঠিক তেমনি রয়েছে দুর্গম রাস্তাও। তবে একটা সময় ছিল যখন সেখানে কেউ যেত না, কিন্তু এখন প্রায়ই পর্যটকদের ভিড় দেখা যায়। এখন মানুষ নির্জন ও অফবিট জায়গায় যেতেই ভালোবাসে। তাই জায়গাটির চাহিদা বেড়েছে।
এই জায়গায় ২০০৬ সালে হড়পা বান এসেছিল। আর সেই সময়ই যাদবপুরের বিশ্ববিদ্যালয়ের তিনজন ছাত্রের মৃত্যু হয়েছিল ও দুজন বেচেঁ গিয়েছিল। তারপর থেকেই সেই জায়গাটির নাম সকলেই জানে। খালটা দেখতে কুমিরের হাঁ এর মতো ও রাস্তাটাটিও বেশ দুর্গম। কিন্তু তাও অ্যাডভেঞ্চারের জন্য মানুষ এখানে যান। খালটির চারিদিকে রয়েছে জঙ্গল ও ছোট ছোট অনেক পাহাড় এবং ঝর্নার জল উপর থেকে নদীতে মিশে যায়।
জায়গাটি দুর্গম হলেও এখানে হেঁটেই যেতে হয়। জায়গাটি বাঘমুন্ডির কুদনা গ্রাম থেকে দেড় কিমি দূরে অবস্থিত। কুদনা গ্রাম থেকেই পায়ে হেঁটে যেতে হয়। এছাড়াও জঙ্গলের রাস্তা দিয়েও যাওয়া যায় কিন্তু জঙ্গলে হাতি রয়েছে সুতরাং হাতির ভয় রয়েছে। অন্যদিকে বর্ষায়ও রয়েছে ঝুঁকি। তাই শীতকালই এই জায়গাটি ঘুরে যাওয়ার জন্য উপযুক্ত সময়। তাছাড়া ঘুরতে গেলে অবশ্যই গাইড নিয়ে যেতে হবে ও বিকেলের আগেই ফিরে আসতে হবে। নাহলে হাতির কবলে পড়তে পারেন।
প্রথমে অযোধ্যা সার্কিটে যেতে হবে সেখানে অনেক হোটেল ও হোম স্টে রয়েছে। চাইলে এখানে একদিন থেকে পরেরদিন সেখান থেকে হেঁটেই চলে যেতে পারেন ডাউরি খালে।