এই বিভৎস গরম থেকে মুক্তি পেতে অনেকেই ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন। কেউ দার্জিলিং,তো কেউ সিমলা। কিন্তু আপনি কি চাইছেন ভীড় এড়াতে? যেতে চান অফবিট জায়গায়? তাহলে আপনার জন্য রয়েছে একটি নতুন জায়গার খোঁজ। জায়গাটির নাম হল বেয়দারগাঁও। এটি কালিম্পংয়ের একটি ছোট্ট পাহাড়ি গ্রাম। শিলিগুড়ি থেকে এখানে যেতে তিন ঘন্টার মতো সময় লাগে। অফবিট জায়গা হওয়ায় এখানে মানুষের ভিড় খুব কম। শিলিগুড়ি থেকে প্রথমে কালিম্পং এ যেতে হবে। তারপরই বেয়দার গ্রামে আসতে হবে। এটি পাবংয়ের খুব কাছেই অবস্থিত।
সেখান থেকে একটু এগোলেই এই গ্রামটি। খুব কম মানুষ থাকে এখানে তাই জায়গাটি শান্ত ও নির্জন জায়গা। এখান থেকে তিস্তার উপত্যকা খুব সুন্দর দেখায়। শুধু তাই নয় এখান থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘাও। রাত্রে এখানে গান বাজনা ও খাওয়া দাওয়ার আসর করতে পারেন। চাইলে আপনি কালিম্পং ও পাবং ঘুরতে যেতেই পারেন। এছাড়াও এই গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরতে পারেন। নির্জন জায়গায় কিছু সময়ের জন্য শান্তিতে কাটাতে পারবেন।