তাহলে যেতেই পারেন মুর্শিদাবাদের বাড়ি কোঠিতে
গরমের শুরু হয়ে গিয়েছে। আর কিছুদিন পরেই শুরু হয়ে যাবে গ্রীষ্মের ছুটি। এই ছুটিতে সকলেই প্ল্যান করে একটি অফবিট জায়গায় যেতে। তাহলে অবশ্যই ঘুরে আসুন বিলাসবহুল হোটেল বাড়ি কোঠি (Bari Kothi)-তে। কলকাতা থেকে ৪ ঘণ্টা দূরে এই কোঠিটি মুর্শিদাবাদ (Murshidabad)- এর আজিমগঞ্জ (Azimganj)-এ অবস্থিত। এটি আজিমগঞ্জের হেরিটেজ হোটেল নামেও পরিচিত।
এই বাড়িটি শেরাওয়ালি পরিবার (Sherwali Family) তৈরি করে ১৭০০ সালে। তারা এখানে থাকতে থাকতে এখানেই নিজের ব্যবসা স্থাপন করে। তাদের সম্পত্তি ব্রিটিশদের বিরুদ্ধে থেকেও বেশি ছিল। তাদের চলে যাওয়ার পর এই বাড়িটি দীর্ঘ অনেক বছর ধরেই পরিত্যক্ত হয়ে আছে। ২০১৫ সালে বাড়িটিকে পুনরুদ্ধার করা হয় এবং এরপর ধীরে ধীরে জায়গাটি পূর্ব ভারতের হেরিটেজ হোটেল হয়ে উঠে। এখানে গেলে আপনি পুরোনো দিনের ছোঁয়া পাবেন। এখানে রয়েছে পুরোনো দিনের সব আসবাব পত্র। এখানে রয়েছে ১৫টি সুইটস। রয়েছে তিনটি খাবার ঘর যেগুলোর নাম জারিন মহল, দরবার হল আর নৌবত খানা। সেখানে রয়েছে নাটমন্দির সেখানে ঘটা করে দুর্গাপুজো হয়। সেই বাড়িতে রয়েছে সুন্দর বাগান যেখানে ঘুরলে আপনি গঙ্গার পাড় দেখতে পাবেন এবং সেখানে নৌকাবিহারের আনন্দ নিতে পারবেন।
এখানে সকালের খাবার, দুপুরের খাবার ও রাতের খাবার সবই পেয়ে যাবেন। এখানে এক রাতের খরচ হবে ১৪-২১ হাজারের মতো।চাইলে আপনি একদিনের জন্যও এখানে ঘুরতে যেতে পারেন সেক্ষেত্রে খরচা খানিকটা কম হবে। ২৫০০-৫৫০০ টাকার খরচ হবে। তবে এখানে আমিষ খাবার পাওয়া যায়না। যদি আপনি আমিষ খাবার খান তবে আপনার একটু কষ্ট হবে। তবে যদি রাজকীয় সৌন্দর্য ও পুরোনো দিনের স্বাদ নিতে চান তবে অবশ্যই এখানে ঘুরে আসুন।