থাইল্যান্ড
সমুদ্র ও পাহাড়ে ঘেরা ব্যাংককের রাজধানী থাইল্যান্ডে কম খরচেই ঘুরতে যেতে পারেন। এখানে সমুদ্র, পাহাড় ছাড়াও রয়েছে নানা ঐতিহাসক ইতিহাস যা আপনাকে খুব আকর্ষিত করবে।
ইন্দোনেশিয়া
কম খরচে ইন্দোনেশিয়াও ঘুরতে পারবেন। এখানের সমুদ্র সৈকতে নিরবিলিতে নিজের সঙ্গীর সঙ্গে অনেকটা সময় কাটাতে পারবেন।
ভিয়েতনাম
কম খরচের মধ্যে বিদেশ ভ্রমনের মধ্যে আরো একটি দেশ হল ভিয়েতনাম। গতিশীল মেগাসিটি ও পাহাড়ি জনজাতি এই দেশের মূল আকর্ষণ।
দুবাই
যদিও দুবাইয়ের খরচ অনেক বেশি। কিন্তু সঠিকভাবে পরিকল্পনা করে গেলে এখানে কম খরচে ঘুরে আসতে পারবেন।
মালদ্বীপ
সাদা বালি ও সমুদ্র সৈকত দেখতেই সারা বিশ্বের অনেক মানুষ এখানে ভীড় করে। এখানে আপনি নির্জনে সময় কাটাতে পারবেন।
তবে এই দেশগুলোতে গেলে নিশ্চই এই বিষয়গুলো মনে রাখতে হবে-
- হোটেলে বা কোনো বাড়ি ভাড়া না নিয়ে থাকতে পারেন হোস্টেলে।
- এছাড়াও দামী রেস্তোরাঁয় না খেয়ে স্থানীয় খাবার খাওয়া, গণপরিবহন ব্যবহার করলে অনেক টাকা কম খরচ হবে।