এই গরমে পাহাড়ি এলাকায় ঘুরতে যেতে চান? ভ্যাপসা আবহাওয়া থেকে বেরিয়ে শীতল আমেজ অনুভব করতে চান? গ্যাংটক, পেলিং, লাচুং, ইয়ুমথাং, ইয়াকসাম একবার করে ঘুরে এসেছেন কিন্তু নতুন কোন ভ্রমণীয় স্থানের সন্ধানে রয়েছেন! তাহলে একবার ইচ্ছে করলে আপনি সিকিমের মঙ্গন জেলার সাংলাফু চো লেকে ঘুরে আসতে পারেন।
ধর্মীয় রীতিনীতি মেনে সম্প্রতি স্থানীয় বৌদ্ধ সন্ন্যাসীরা এই লেকের উদ্বোধন করেছেন। সাধারণত সমতল থেকে ১৬,৬৭০ ফুট উপরে অবস্থিত এবং জিরো পয়েন্ট থেকে পাঁচ কিলোমিটার দূরে এই পর্যটন কেন্দ্রের জনপ্রিয়তা অচিরেই বাঁধ মানাবে দার্জিলিং ও গ্যাংটকের, আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে বলে আশা করছেন স্থানীয়রা।
স্থানীয়দের কাছে এই পর্যটন কেন্দ্র গ্রেট লেক নামে পরিচিত। সাধারণত বরফাবৃত দুর্গম পথ পেরিয়ে এই পর্যটন কেন্দ্রে পৌঁছানো অতটাও সহজ ছিল না। অবশ্য তীর্থ করতে যাওয়ার মতোই স্থানীয় লোকেরা মাঝেমধ্যে এই লেকের পাশে এসে প্রার্থনা করতেন। অবশ্য রোজ সেখানে যাওয়াও সম্ভব ছিল না। অবশ্য বর্তমানে সাংলাফু লেক স্থানীয় বাসিন্দা ও জনসাধারণের পর্যটন কেন্দ্র হিসেবে খুলে দেওয়া হয়েছে। এই লেক উদ্বোধনের আগে লাচুং-এর সামতেন চোলিং বৌদ্ধ গুহার সন্ন্যাসীরা স্থানীয় মানুষ ও বিভিন্ন হোটেল ব্যবসায়ী সহ একটি আলোচনা সভা করেন।
শহরের একঘেয়ে কোলাহল থেকে মুক্তি পেতে কিছুটা সময় নিরিবিলি ভাবে একান্তে কাটানোর জন্য এই পর্যটন কেন্দ্রটি বেশ উপযুক্ত। আপনি ইচ্ছে করলেই এই পর্যটন কেন্দ্রে ঘুরে আসতে পারেন এবং সেখানে গিয়ে থাকতেও পারেন, তবে এক্ষেত্রে শর্ত রয়েছে। ঘুরতে যান আনন্দ করুন কিন্তু সেখানে স্থানীয় পরিবেশের কোনরকম ক্ষতি করা যাবে না যত্রতত্র ময়লা ফেলা যাবে না এবং লেকের আশেপাশে থুতু ফেলা যাবে না এখানে ঘুরতে গেলে ব্যবহারযোগ্য প্লাস্টিক বা টেট্রা ব্যাগ সম্পূর্ণভাবে নিষিদ্ধ।