আবারো খবরের শিরোনামে সন্দেশখালি। জাতীয় মহিলা কমিশনের চেয়ার পার্সন রেখা শর্মার বিরুদ্ধে অভিযোগ করবে তৃণমূল। শুধু তাই নয় এর পাশাপাশি বিজেপিকেও নিশানা করেছে তৃণমূল। আজ সকালে শশী পাঁজা এক বৈঠকে বলেন তিনি রেখা শর্মার বিরুদ্ধে অভিযোগ করবেন। তিনি আরো বলেছেন যে রেখা শর্মা রাজনৈতিক সিগন্যাল পেয়ে বিষয়টিকে উৎসাহ দিয়েছেন। কমিশনের পক্ষপাতিত্ব করা উচিত নয়। এর আগে এক মহিলা বলেছেন যে দিল্লী থেকে এক কমিশন এসে অভিযোগ লিখিয়েছিল। শশী পাঁজা দাবি করেছেন যে অভিযোগটি জোর করে লিখিয়ে নিয়েছে।
অন্যদিকে শশী পাঁজা শুভেন্দু অধিকারী ও বিজেপির বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছেন। এবার রেখা শর্মার বিরুদ্ধে অভিযোগ করবেন বলে দাবি করেন তিনি। কিছুদিন আগেই সন্দেশখালি নিয়ে একটি ভিডিও প্রকাশিত হয়। তারপর থেকেই বিজেপির বিরুদ্ধে সরব হয় তৃণমূল। তারমধ্যে মিতা মাইতি নামের এক মহিলা দাবী করেন তাকে দিয়ে একটি সাদা কাগজে সই করানো হয় আর সেইসময় রেখা শর্মা সেখানে উপস্থিত ছিলেন। এরপর থানা থেকে তার কাছে নোটিশ এসেছে যে ধর্ষনের অভিযোগ দায়ের করেছেন তিনি। কিন্তু সেটি একদমই মিথ্যে। তাই তৃণমূল অভিযোগ দায়ের করতে চলেছেন কমিশনের কাছে।