গরমের তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গেছে। এই সময় অনেকেই ভাবছেন গরম থেকে মুক্তি পেতে বাইরে কোথাও ঘুরে আসতে। কিন্তু বুঝতে পারছেন না কোথায় যাওয়া উচিত। চিন্তা নেই আমরা একটি দারুন জায়গার খবর নিয়ে এসেছি যেখানে গেলে আপনি এই গরমের থেকে কিছু শান্তি পাবেন। জায়গাটি হল গুফাপাতাল।
যেহেতু এই সময় সকল ঠাণ্ডা জায়গায় দারুন ভীড় হচ্ছে। এই ভীড় থেকে বাঁচতে চলে যান উত্তরবঙ্গের গুফাপাতালে। গুফাপাতাল (Gufapatal) ভারত (India) নেপাল (Nepal) সীমান্তে অবস্থিত। এখানে থাকার জায়গাও খুব কম তাই মানুষের ভীড়ও কম হয়।
এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তবে অবশ্যই আবহাওয়া ভালো থাকলেই দেখা যাবে। শিলিগুড়ি থেকে ঘুম হয়ে এখানে পৌঁছনো যায়।যদি আপনি নির্জন ও একান্তে সময় কাটাতে চান তবে অবশ্যই ঘুরে আসুন এখানে।