নিজস্ব সংবাদদাতা: সবে মাত্র বিমান চলতে শুরু করেছে। ঠিক এমন সময় মহিলা যাত্রীর সুটকেস থেকে বাজনার আওয়াজ শুরু হল। আওয়াজের চোটে অন্য যাত্রীদের বিরক্তি মাখা মুখ। কেউ কেউ সুটকেস থেকে আওয়াজের উৎস জানার জন্য উঁকি ঝুঁকি দিতে শুরু করলেন। জানা গেল সুটকেস থেকে ভেতরে থাকা সেক্সটয়ের নানা রকম শব্দ শোনা যাচ্ছে। সুটকেসটি মডেল এবং ইনফ্লুয়েন্সার আমান্দা ডিয়াজ রোজার।
ভিডিওটি সম্প্রতি টিকটকে দেখার পরই সেটি ভাইরাল হয়ে যায়। সেদিন ওই কাণ্ডের ফলে বিমান থেকে নামিয়ে দেওয়া হয় মডেলকে। আমান্দার সোশ্যাল মিডিয়ায় আড়াই লক্ষ ফলোয়ার রয়েছেন। সুটকেসে ভাইব্রেটর শব্দ বেরোনোর পর বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। এদেশে টিকটক নিষিদ্ধ। টিকটক ভিডিওয় দেখা যায় সুটকেসের ভেতর থেকে শব্দ হওয়ার পর ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা আমান্দাকে ওভারহেড লকার থেকে সুটকেস নিয়ে বিমান থেকে নেমে যেতে বলছে। ভিডিওর পরের অংশে দেখা যায় সুটকেসের ভেতর থেকে আওয়াজ শোনা যাচ্ছে।
এরপর সুটকেস খুলতেই দেখা যায় ভেতরে বেশকিছু সেক্সটয় রয়েছে, যা দেখে মুচকি মুচকি হাসতে দেখা যায়। আমান্দা ভাইব্রেটর বন্ধ করার পরই ভিডিওটি শেষ হয়ে যায়। আমেরিকায় বিমানে সেক্সটয় নিয়ে যাওয়ার অনুমতি রয়েছে। কমেন্ট বক্সে একজন লিখেছেন,’ বিমানের সবাই জানতে চান সুটকেসের ভেতর থেকে কীসের আওয়াজ হচ্ছে।’একজন আবার মজা করে লিখেছেন,’মডেল তাঁর অত্যাবশ্যকীয় জিনিস নিয়ে যাচ্ছিলেন।’