বাংলার টেলিপাড়ায় ফের সুখবর। বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন আদৃত রায় এবং কৌশাম্বি চক্রবর্তী। বাঙালির রীতি মেনে ধুমধাম করে বিয়ে করলেন দুজনে। ‘মিঠাই’ ধারাবাহিকের সময় থেকেই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল বলে শোনা যায়। যদিও সেই নিয়ে কোনদিনও মুখ খোলেননি আদৃত-কৌশাম্বি। বিয়ের দিন সামনে আসার আগে পর্যন্ত ছিলেন চুপচাপ।
প্রসঙ্গত, ইতিপূর্বে আরো একবার আদৃতের বিয়ে ঠিক হয়েছিল। ২০২২ সালের শেষ দিকে তাঁর প্রাক্তন প্রেমিকার সুপ্রিয়া মণ্ডলকে বিয়ে করার কথা ছিল তাঁর। বিয়ের দিনক্ষণ সমস্ত ঠিক হয়ে গেলেও পরে ভেঙে যায় সেই বিয়ে। এরপর মিঠাই ধারাবাহীকে নিজের সহকর্মী এবং তার দিদির চরিত্রে অভিনয় করা কৌশাম্বি চক্রবর্তীকে মন দেন তিনি।
টেলিপাড়ায় কৌশাম্বি আর আদৃতের প্রেম নিয়ে নানান গুঞ্জন শুরু হয়। অবশেষে বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে যাওয়ার পর সেই গুঞ্জনের রীতিমতো শিলমোহর দিয়ে বিয়ের প্রস্তুতির ছবি ভিডিও পোস্ট করেছেন কৌশাম্বি। আদৃত-কৌশাম্বির বিয়েতে টেলিপাড়ার তারকাদের সমাগম ঘটেছিল। তবে সব থেকে বড় কথা ওই বিয়েতে মিঠাই ধারাবাহিকের বিখ্যাত মোদক পরিবারের উপস্থিতি আশা করেছিলেন সকলেই। মিঠাই ধারাবাহিকের সকল সহকর্মীরা উপস্থিত ছিলেন বিয়েতে। তবে সেখানে দেখা মেলেনি স্বয়ং মিঠাই অর্থাৎ অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু।
‘মিঠাই’-ধারাবাহিক চলাকালীন সামনে এসেছিল নায়ক-নায়িকা আদৃত এবং সৌমিতৃষার সম্পর্কের জটিলতা। পর্দায় দুজনের রসায়ন খুব ভালো ছিল ঠিক কথায়। কিন্তু পর্দার আড়ালে দুজনের মধ্যে সম্পর্ক একেবারেই ভালো ছিল না বলে খবর। দীর্ঘদিন ধরে মিঠাই ধারাবাহিকের নায়ক নায়িকার মধ্যে কথাবার্তা বন্ধ। মিঠাই-উচ্ছেবাবুর ভক্তরা আপাতত দুজনকে একসঙ্গে দেখার অপেক্ষায় রয়েছে।