ভোট মরশুমে বাংলায় আবারো উত্তেজনার পারদ তুঙ্গে। উঠে এসেছে পোলিং এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ। ঘটনাটি ঘটেছে বর্ধমান লোকসভার দুর্গাপুর পশ্চিম বিধানসভার ভিড়িঙ্গি গার্লস স্কুলে। জানা গিয়েছে শুধু তাই নয় সেখানকার বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইকেও ধাক্কাদেওয়া হয়েছে।
এরপর বিজেপির পোলিং এজেন্টকে ৮২ নম্বর বুথ থেকে বের করে দেওয়া হয়। শুধু একটি বুথেই নয় ১৫ টির মতো বুথে বিজেপির পোলিং এজেন্টকে বসতে দেওয়া হয় নি বলে জানা গিয়েছে। বিজেপির অভিযোগ এইগুলো সব তৃণমূল করিয়েছে। শুধু তাই নয় পশ্চিমবঙ্গের অনেক জায়গায়ই হচ্ছে গন্ডগোল। জায়গায় জায়গায় মোতায়ন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। তারাই নজর রাখছে ভোট কেন্দ্রগুলির।