দেশ এখন নির্বাচনের আবহাওয়া চলছে। এই অবস্থায় জায়গায় জায়গায় চলছে নির্বাচনের প্রচার, জনসভা ও এলাকায় এলাকায় লাগানো হচ্ছে প্রার্থীদের পোস্টার এবং ব্যানার। এমন অবস্থায় যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)-র পড়ুয়াদের বিরুদ্ধে উঠে এসেছে অভিযোগ। বলা হয়েছে তারা নাকি ছিঁড়ছে রাজনৈতিক দলের পোস্টার। সায়নী ঘোষ (Sayani Ghosh) যাদবপুরের তৃণমূল প্রার্থী হয়েছেন এবং তারই পোস্টার নাকি ছেড়া হচ্ছে বলে অভিযোগ দায়ের হয়েছে পুলিশের কাছে। অভিযোগ করেছেন উদয় সিংহ রায় (Uday Singha Roy) যিনি তৃণমূলের সদস্য।
পুলিশের কাছে অভিযোগ দায়ের করে বলা হয়েছে যাদবপুরের এইটবি অঞ্চলের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের পোস্টার ছাত্র ছাত্রীরা ছিঁড়ছে। এই অভিযোগ প্রত্যাহার করেছেন সেই বিশ্ববিদ্যালয়ের সিপিএম প্রার্থী (CPIM Candidate) সৃজন ভট্টাচার্য্য (Srijan Bhattacharya)। তিনি এর উত্তরে বলেছেন সায়নী ঘোষ যাদবপুরের ক্ষমতাশীল বিধায়ক। কারোর সাহস নেই তাঁর পোস্টার ছেড়ার। তিনি আরো বলেছেন যে তাদের পোস্টারই বিরোধী দলের লোকেরা ছিঁড়ে দিচ্ছে।