নিজস্ব সংবাদদাতা: জি বাংলার পরিচালনায় সারেগামাপা খ্যাত গৌরব সরকারকে চেনেন না এমন মানুষ খুব কমই আছেন। খুব অল্প সময়ের মধ্যেই তিনি তাঁর সুর দিয়ে জয় করেছেন বহু মানুষের মন।টেলিভিশন পর্দায় গৌরব সরকার বেশ জনপ্রিয় একটি মুখ। তবে এবার এই গৌরব সরকারকে নিয়েই উঠল সমালোচনার ঝড়। কি এমন ঘটল তার জীবনে?আসুন তবে জেনে নেওয়া যাক বিস্তারিত গল্প।
গৌরব সরকারের প্রাক্তন স্ত্রীর কথা প্রায় সকলেরই জানা।প্রেমিকা স্বাগতা সিনহাকে বিয়ে করেছিলেন তিনি। বিয়ে ভেঙেও যায় মাস কয়েক আগে। আর তারপরে নতুন গল্প সূচনা হয় নবাগতা শিল্পী শ্রেয়সী চট্টোপাধ্যায় এর সাথে।সূত্রের খবরে জানা গিয়েছে, গৌরব সরকারের সঙ্গে এই নবাগত শিল্পীর বিয়ে হওয়ার কথা ২০২৫ সালের ২৪ জানুয়ারি।
কিন্তু বর্তমানে শ্রেয়সী চট্টোপাধ্যায়ের একটি পোষ্ট নিন্দার ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে শ্রেয়সী লেখেন, ‘আজ এমন একটি গল্প যে আমার আপনাদের সঙ্গে শেয়ার করতে হবে সেটি কখনোই ভাবিনি। আমাদের বিয়ে ঠিক হয়ে যাওয়ায় গৌরব মাকে বলে রাজি করিয়েছিল আমাকে নিয়ে পাহাড়ে ঘুরতে যাওয়ার জন্য। মায়ের অনুমতি পাওয়ার পর, আমিও গৌরবের সঙ্গে ঘুরতে গিয়েছিলাম। কিন্তু বাড়ি ফিরেই যে এরকম একটা খবর গৌরব আমাকে জানাবে সেটি আমি কখনোই ভাবিনি। গৌরব আমাকে বাড়ি এসে জানায় যে তার ভবিষ্যৎ সঙ্গী হিসেবে আমি পারফেক্ট নই। তাই আমাকে সে বিয়ে করতে পারবে না।”শ্রেয়সী চট্টোপাধ্যায়ের এমন পোষ্টের পরে নেটিজেনদের তুমুল সমালোচনার মুখে পড়েছেন গৌরব সরকার।