২০২৫-এর আইপিএল মরশুম নিয়ে উত্তেজনা তুঙ্গে। এরই মাঝে শোনা গেলো গুঞ্জন! তবে কি রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে দিচ্ছেন? এই জল্পনাই শুরু হয়েছে সম্প্রতি। সূত্রের খবরে জানা গিয়েছে, ইতিমধ্যেই লখনউ সুপার জায়েন্টস রোহিতকে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে।
সম্প্রতি ইউটিউবের একটি ভিডিওকে কেন্দ্র করে রোহিতের লখনউয়ে আসার বিষয়টি নিয়ে জল্পনা তৈরি হয়। এই প্রসঙ্গটি জানা গিয়েছে, লখনউ সুপার জায়েন্টসের নিজস্ব একটি ইউটিউব চ্যানেলে দলের কোচ জাস্টিন ল্যাঙ্গারের মুখ থেকে। সংশ্লিষ্ট সেই ভিডিওতে কোচ জাস্টিন ল্যাঙ্গারকে প্রশ্ন করা হয়, ‘যদি কোনও খেলোয়াড়কে সই করাতে হয়, তাহলে তিনি সই করাবেন কোন খেলোয়াড়কে দিয়ে?’
এরপরই প্রশ্নকর্তাকে আরও বলতে শোনা যায়, তিনি কি ভাবনাচিন্তা করছেন রোহিত শর্মাকে নেওয়ার? কোচ জাস্টিন ল্যাঙ্গার অবশ্য এই প্রশ্নের উত্তর সরাসরি দিতে চাননি। তিনি কিছুটা খামখেয়ালির ছলেই উত্তর দিয়েছিলেন। তবে কোচ জাস্টিন ল্যাঙ্গারের কথায় এই কথা স্পষ্ট ভেসে উঠেছিল যে, লখনউ সুপার জায়েন্টস রোহিত শর্মাকে নিতে আগ্রহী।