আকস্মিকভাবেই অসুস্থ প্রিয়াঙ্কার স্বামী নিক জোন্স। কথা বলতে পারছেন না তিনি, গলা প্রচন্ড ব্যথা হঠাৎ অসুস্থ হওয়ার কথা মিডিয়ায় লিখে জানান তিনি ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত। আর স্বামীকে নিয়ে বর্তমান চিন্তিত রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, বর্তমানে সকল প্রকার কনসার্ট তিনি বাতিল করেছেন । চিকিৎসকের পরামর্শে তার স্বামীর সঙ্গে বাড়িতেই রয়েছেন অবশ্য কনসার্ট বাতিলের জন্য অনুরাগীদের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করেছেন।
উল্লেখ্য কয়েক মাস প্রেমের পরেই প্রিয়াঙ্কা বিয়ে করেন হলিউড পপস্টার নিক জোন্সকে। দেখতে দেখতে বিয়ের প্রায় ছয় বছর হয়ে গেছে। তাদের পরিবারে আলো করে আসছে তাদের মেয়ে মালতী মেরি চোপড়া জোনাস। স্বামী নিয়ে তার বর্তমানে লস এঞ্জেলসেই বসবাস। মাঝেমধ্যে স্বামীকে নিয়ে দেশে ঘুরতে আসেন। সাধারণত হোলির সময় প্রিয়াঙ্কা নিক জোন্সের সঙ্গে দেশে আসেন। এবারে অবশ্য তারও কোন অন্যথা হয়নি। নিক ও তার পরিবার আনন্দের সঙ্গে ভারতের এই সংস্কৃতি উপভোগ করেছেন। নিক নিজেও এই রং এর খেলায় শামিল হলেও হঠাৎ করে কি এমন হলো যাতে তাকে আবার লস এঞ্জেলসে ফিরে যেতে হল?
এই দিন নিক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এ জানান প্রচন্ড গলা ব্যথা কথা বলতে পারছেন না তিনি সম্ভবত ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়েছেন। চিকিৎসকের পরামর্শ মত তার এখন বিশ্রাম দরকার । উল্লেখ্য মেক্সিকো উইকেন্ডে কনসার্টে অংশগ্রহণ করার কথা ছিল নিক জোনসের। অবশ্য তিনি এই কনসার্ট বাতিল করেছেন এবং অনুরাগীদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।
অবশ্য বর্তমানে প্রিয়াঙ্কা জন সিনা এবং ইদ্রিস এলবার-এর সঙ্গে “হেডস অফ স্টেট” নামে একটি কমেডি অ্যাকশনে কাজ করছেন এবং ভবিষ্যতে তাকে দ্য ব্লাফ এবং সিটাডেল সিরিজের দ্বিতীয় সিজনে পাবেন অনুরাগীরা। প্রায় বছর চারেক আগেই তার শেষ দেখা মিলেছিল বলিউডে। ২০১৯ সালে তার অভিনীত শেষ ছবি ছিল” দ্য স্কাই ইজ পিঙ্ক”।