রাজ্যে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে শুক্রবার থেকেই। লোকসভা ভোটে এই বছর বিশেষ ক্ষেত্রে ভোট দেওয়ার ব্যবস্থা চালু হচ্ছে বাড়ি থেকেই। এই ‘হোম ভোটিং’ ৫ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত প্রথম পর্যায়ে চলবে তিনটি কেন্দ্রে।ভোট বাড়িতে বসে কারা দিতে পারবেন? এই সুযোগ পাবেন অন্তত ৪০ শতাংশ প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তি, ৮৫-র বেশি বয়সী প্রবীণেরা, এবং দমকল, রেলকর্মী, পুলিশ প্রমুখ ১৮টি জরুরি পরিষেবার পেশার লোকজন।
এই প্রসঙ্গে রাজ্যে সিইওর দপ্তর জানিয়েছে, কোচবিহারে ৬৯১ জন জরুরি পরিষেবার কর্মী, ৭৬১ জন বিশেষভাবে সক্ষম এবং ২ হাজার ২৯২ জন প্রবীণ, সব মিলিয়ে এই সুযোগ পাবেন মোট ৪৭৪৪ জন।অপরদিকে, জলপাইগুড়িতে ১,৩২৩ জন বিশেষভাবে সক্ষম, ৩০৫ জন জরুরি পরিষেবার কর্মী এবং ২,৪৮৬ জন প্রবীণ সহ মোট ৪১১৪ জন বাড়িতে বসে এই ভোট দিতে পারবেন।
পাশাপাশি, আলিপুরদুয়ারে ৯৬২ জন বিশেষভাবে সক্ষম, ২৬৬ জন জরুরি পরিষেবার কর্মী এবং ১,৯১১ জন প্রবীণ সহ এই সুযোগ পাবেন মোট ৩,১৩৯ জন। ভোটারদের বাড়িতে গিয়ে ভোটগ্রহণ করবেন ভোটকর্মীরা। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই হবে এই ভোটপ্রক্রিয়া।