জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীতে (NDMA) লোক নেওয়া হচ্ছে।নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আপনিও যোগ্য কিনা বিচার করে আজই আবেদন করুন। কলকাতা-সহ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন। মহিলারাও আবেদন করতে পারেন। শিক্ষাগত যোগ্যতা, থেকে শুরু করে কিভাবে আবেদন করবেন? তার বিস্তারিত রইল এই প্রতিবেদনে। তবে আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে তবেই, নিজ দায়িত্বে আবেদন করুন।
শূন্যপদের নাম:- সিনিয়র কনসালট্যান্ট।
শূন্যপদের সংখ্যা:- শূন্যপদের সংখ্যা এক।
বয়স সীমা:- ৫০ অনুর্ধ্বরা এই চাকরিতে আবেদন করতে পারবেন। অবসরপ্রাপ্তদের আবেদনের বয়স সীমা ৬২ বছর। SC ও ST দের আবেদনে বয়সের ছাড় আছে কিনা তা বিজ্ঞপ্তি থেকেই জানা যাবে।
যোগ্যতা:- কমিউনিকেশন ডিজাইনিং, গ্রাফিক ডিজাইনিং ও অ্যানিমেশন ডিজাইনিংয়ে স্নাতকোত্তরের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। তবে সেক্ষেত্রে অবশ্যই PhD-র শংসাপত্র প্রয়োজন।
দক্ষতা:- ৫ বছরের অভিজ্ঞতা থাকলে তবে আবেদন করতে পারবেন। কাজের অভিজ্ঞতার শংসাপত্র জমা দিতে হবে।
বেতন কাঠামো:-চুক্তির ভিত্তিতে জাতীয় বিপর্যয় মোকাবিলা নিয়োগ করা কর্মীকে বেতন দেওয়া হবে মাসে ১ লাখ ২৫ হাজার থেকে ১ লাখ ৭৫ হাজার টাকা। আর কোনো ভাতা পাবেন কিনা তার জন্য বিজ্ঞপ্তি দেখুন।
আবেদন প্রক্রিয়া:- বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় ডাকযোগে আবেদন করতে হবে, অনলাইন নয়। দিতে হবে প্রয়োজনীয় নথিপত্র।
পোস্টিংয়ের ঠিকানা:- পাটনার কার্যালয়।
শেষ তারিখ:- ১০ মে। তবে বিজ্ঞপ্তি দেখে বিস্তারিত জানুন এবং তবেই আবেদন করুন।