পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamta Banerjee) দ্বিতীয় পর্যায়ের মতদানের সংখ্যা বেড়ে যাওয়ায় প্রশ্ন তুলেছেন। তাঁর মতে যে জায়গায় তৃণমূলের বেশি ভোট পাওয়ার কথা ছিল সেখানে বিজেপি এগিয়ে গেছ। তিনি এটিও বলছেন যে শুধু সংখ্যাই বাড়ে নি ১৯ লাখের মতো ইভিএম মেশিন হারিয়ে গেছে।
তিনি এই ব্যাপারে নির্বাচন কমিশনের সাথে কথা বলবেন। নির্বাচন কমিশনের রিপোর্ট মতে পশ্চিমবাংলার প্রথম পর্যায়ে ৮১.৯১ শতাংশ এবং দ্বিতীয় পর্যায়ে ৭৬.৫৮ শতাংশ ভোট পড়েছে।
বাংলায় সাতটি পর্যায়ে ভোট হচ্ছে। প্রথম পর্যায়ে উত্তর বাংলার কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে এবং দ্বিতীয় পর্যায়ে রায়গঞ্জ, বালুরঘাট এবং দার্জিলিঙে ভোট হয়ে গিয়েছে।কোর্ট অবৈধ ভোট অনেক আগেই বাতিল করে দিয়েছে। যারজন্য পরে ভোট গণনাতে ভুল হয়।