ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা মুখ খুলতে পছন্দ করেন না আদৃত কিন্তু ব্যক্তিগত বিষয় যথেষ্ট চনমনে হলেন সৌমি তৃষা। বিগত ৭ ই মে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এটাই সিরিয়ালের সুপরিচিত সিদ্ধার্থ মোদক অর্থাৎ আদ্রিত রায়। মিঠাই সিরিয়ালে দুষ্টু মিষ্টি রোমান্সের খেল ছড়িয়ে ইতিমধ্যেই সিদ্ধার্থ এবং মিঠাই সকল নেটিজেনের মধ্যে জনপ্রিয় হয়ে গেছে।
তাদের ভক্তরা এটাই আশা করেছিলেন রিল নয় রিয়েল লাইফেও যেন তারা অটুট থাকেন। কিন্তু বাস্তবের পর্দায় দেখা যায় অন্য চিত্র, মিঠাই রায়ের সঙ্গে সম্পর্কৈ আবদ্ধ হয়ে রয়েছে কৌশম্বি চক্রবর্তী। ইতিমধ্যেই তার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন আদৃত রয়। নিজের ব্যক্তিগত বিষয় খুব একটা তিনি মুখ খুলতে পছন্দ করেন না।অবশ্য আদ্রিতের বিয়ের আসরে দেখা যায়নি সৌমিতৃষাকে এ নিয়েও নেটিজেনের মধ্যে সমালোচনার শেষ ছিল না।
অবশ্য তার ভক্তদের এর কারণ বুঝতে খুব বেশি দেরি রইল না। কিন্তু চুপ করে বসে থাকেন নি সৌমিতৃষা বরং তিনি বর্তমানে নতুন একটি ছবির নায়িকার ভূমিকায় কাজ করতে ব্যস্ত। অবশ্যই এটি কোন জীবনসঙ্গীর হাত ধরা বা বেছে নিয়ে নতুন জীবন শুরু করার বিষয়ে নয় বিষয়টি হল তার নয়া ছবির অভিনয়। বর্তমানে সৌমি তৃষার এই নতুন ছবিতে তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে সৌরভ দাস কে আর এই খবরই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন অভিনেত্রী।