বিগত বেশকিছু মাস ধরে আলোচনার চরমে আছেন কাঞ্চন মল্লিক এবং তার প্রাক্তন স্ত্রী পিংকি। প্রাক্তন অভিনেত্রী সাবিত্রী মুখোপাধ্যায়ের নাতনি হলেন পিংকি, বর্তমানে কাঞ্চনের সঙ্গে বিবাহ বিচ্ছেদের জেরে দাম্পত্য কলহের আলোচনায় উঠে এসেছে তার নাম। অবশ্য নিজেকে নিজের মতোই জীবন যাপন করতে সচ্ছন্দ বোধ করেন পিঙ্কি, এ কারণেই পাকা চুল না ঢেকে আসল রূপেই তিনি নিজেকে প্রকাশ করেছেন মিডিয়ার সামনে। রাখঢাক করা বা লুকানো সাজ কোনটাই তার পছন্দ নয়। এদিন শনিবার ফেসবুকের ওয়ালে একটি সাদা কালো শাড়ি পড়ে ছবি আপলোড করেন পিংকি সঙ্গে বড় টিপ, কাজল কালো মায়াবী চোখের চাউনি, ঠোঁটে গাঢ় লিপস্টিক।
আপলোডেড ছবির ক্যাপশনে দেন কেন যে কালো আর সাদা আজও এত ভালো লাগে… হয়তো প্রশ্নের মধ্যেই উত্তর আছে। হয়তো এই কথার মধ্যেই তার লুকিয়ে থাকা সকল বেদনাটা উঁকি মেরে চাইছে। জমিদার গিন্নির সাজে পিংকির এমন ছবির প্রশংসা উপচে পড়েছে, অবশ্য নিন্দুকদের কোন মন্তব্য কোন অংশে বাদ যায়নি। এক নেটিজেন তো মন্তব্য করেই বসেন, বুড়ি লাগছে। অবশ্য সেই কমেন্টে লাভ রিয়েক্ট দিয়েছেন পিঙ্কি, সরাসরি প্রতিবাদ করতে তার মুখে আটকায় না এরকমই জানিয়েছেন তিনি। অবশ্য সোশ্যাল মিডিয়ার কোন ট্রোলকেই তিনি পাত্তা দিতেন না। স্বামীর তৃতীয় বিয়ে নিয়েও তিনি যথেষ্ট ইতিবাচক কমেন্ট করেছেন, তার মতে দুজন প্রাপ্তবয়স্ক মানুষ তাদের আইনি স্বীকৃতির পথ বেছে নিয়েছে, এক্ষেত্রে দোষের কি বা থাকতে পারে। অবশ্য কাঞ্চনের সঙ্গে ডিভোর্সের পর এখন তিনি পুনরায় বিয়ের কথা ভাবছেন না তার মূল লক্ষ্য কাজ এবং দশ বছরের ছেলে ওষের প্রতি।
বর্তমানে নিজেদের মতন করেই জীবন কাটাতে চাইছেন মা ও ছেলের এই জুটি। তবে ছেলের বয়স মাত্র ১০ হলেও মায়ের কাঁধে হাত রেখেছে সে। তার যথেষ্ট পরিণত চিন্তা-ভাবনা মনের দাগ কেটেছে সকলের। মনে মনে সে বাবা মায়ের বিচ্ছেদ যেন মেনে নিয়েছে। জানিয়েছে কাঞ্চনের প্রতি তার রাগ বা ঘৃনা কোনটাই নেই। গত ১০ ই জানুয়ারি বিবাহ বিচ্ছেদ হয়েছে কাঞ্চন ও পিঙ্কির। দীর্ঘদিন ধরেই তারা একই ছাদের নিচে থাকতেন না। আনন্দবাজার কে দেওয়া একটি সাক্ষাৎকারে কাঞ্চনের প্রাক্তন জানিয়েছেন, বিবাহ বিচ্ছেদ পুরুষকে বিয়ে করাতাই আমার ভুল সিদ্ধান্ত ছিল। তাই বিয়ে করার আগে অবশ্যই ভালো করে জেনেশুনে নেওয়া উচিত বলে মনে করেছেন তিনি।
সঙ্গে সঙ্গে ডিভোর্সের মাস ঘুরতে ঘুরতেই এর সাতপাকে বাধা পারেন কাঞ্চন ও শ্রীময়ী। যদিও তারা একান্ত সামাজিকভাবে বিয়ে সেরেছেন ২ মে।পাশাপাশি ছেলের খরচ যাবত 56 লক্ষ টাকা দিয়েছেন পিংকিকে। টাকার অংকটা প্রকাশ্য হতেই মিডিয়ার সামনে বলেন পিংকি, পাশাপাশি এটাও জানান সেই টাকায় এখন তিনি হাত দিতে চান না। ভবিষ্যতে ছেলের পড়াশোনার জন্য তুলে রাখতে চান।