বর্তমানের জীবনযাত্রায় শাহরুখ নিজের জীবনে বেশ প্রতিষ্ঠিত। কিন্তু তিনি ঠিক কিভাবে প্রতিষ্ঠিত হয়েছেন? আদৌ কি কোন ঝড় ঝাপটা আসেনি তার জীবনে? আসলেও কিভাবে তা মোকাবিলা করেছেন? তা নিয়ে বিস্তারিত মুখ খুললেন কমল হাসান।ঊনবিংশ শতাব্দী থেকেই বলিউডের কিং খান হলেন শাহরুখ।
দক্ষতার বলে এবং নিজেও প্রতিভার বলে তিনি সকল বলিউড প্রেমের মন জিতে নিয়েছেন। এছাড়া বলিউডের রোমান্স কিং হিসাবেও শাহরুখ বেশ সুপরিচিত। সকল বলিউড নায়িকাদের সঙ্গে তার কেমিস্ট্রি বেশ জাক জমকপূর্ণ। এরমধ্যে কাজল শাহরুখ জুটির যেকোন সিনেমা সকলের মন ছুঁয়ে যায়।
0
মূলত ২০২৩ সাল ছিল শাহরুখের মোড় ঘুরানো বিশেষ বছর। এই বছরে পরপর তিনটি বড় বাজেটের সুপারহিট সিনেমা করেছেন। তবে বর্তমান বছরেও যে খারাপ কাটছে তা কিন্তু অবশ্য নয়। বর্তমানে তিনি বিভিন্ন সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন। কাজেই পরপর এই দুটি বছর তার জীবনে বিশেষ মোড় ঘোরানোর সময়। এই দুটি বছরে তার ভক্তদের সামনে ফের নিজের সাফল্যটা তুলে ধরেছেন।এ প্রসঙ্গে আরো বলে রাখা ভালো, বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সিনেমাতেই মার খাচ্ছিলেন তিনি।
তবে নিজের প্রতিভা বলেই ফেরত তিনি প্রমাণ করে দিয়েছেন হাড়কে জয় করার জন্য অবশ্যই বাজে রাখতে হয়।উল্লেখ্য, সম্প্রতি শাহরুখের শুভাকাঙ্ক্ষী কমল হাসান ও শ্রুতি হাসান তাদের বড় youtube চ্যানেলে শাহরুখকে নিয়ে বিভিন্ন কথা তোলেন। সেখানে শাহরুখের বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।কমল হাসান শাহরুখের বিষয়ে জানান, শহরকে অনেক ইচ্ছে রয়েছে যা তিনি ডাইরিতে নোট ডাউন করে রাখেন। তার ভবিষ্যতে ইচ্ছা আছে একটি বিমান কেনার, আর এই ইচ্ছেটা তিনি ডাইরিতে নোট ডাউন করে রাখেন।তিনি যে এতটা কর্মতৎপর এবং দৃড়লক্ষ্য অবশিষ্ট হওয়ায় তার জীবনের সকল আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব হয়েছে।