বর্তমানে এই ভাপসা গরমে রীতিমত দম বন্ধ হয়ে আসার অবস্থা। যদিও এই সপ্তাহে বৃষ্টি সামান্য সুখের আশ্বাস দিয়েছে, ইতিমধ্যেই বিভিন্ন তারকারা গরমের ছুটিতে বেড়াতে গিয়েছেন।বর্তমানে টলিউডের অন্যতম বহু চর্চিত দম্পতি হলেন গৌরব -ঋদ্ধিমা। বিগত বছরের 16 সেপ্টেম্বর জন্ম দিয়েছেন এক পুত্র সন্তানকে, তার ছেলের নাম ধীর। সাত মাস বয়সী পুত্র সন্তানকে নিয়ে গরমের ছুটিতে কাটাতে গেছেন এই বহু চর্চিত দম্পতি।
ধীরের এই প্রথম বিদেশ ভ্রমণ। বাবা-মা নিয়ে শনিবারে তিনি হাজির হয়েছেন আইল্যান্ডে ও সাময়ী বিচে ছেলে স্ত্রীকে নিয়ে একান্তে সময় কাটাচ্ছেন গৌরব ইতিমধ্যে তার ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিয়েছেন।। পুলের জলে স্নানরত গৌরব এবং চশমা পড়ে ঋদ্ধিমা কোলে পুত্র সন্তানকে নিয়ে ছবি তুলেছেন এবং তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন। ছবির ক্যাপশনে দিয়েছেন পুলের ধারে সূর্যস্নাত হচ্ছি, সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছি, জীবনে যাঁরা সব থেকে প্রিয় তাঁদের সঙ্গে।’’
অন্যদিকে ৭ই মার্চ শুটিং শুরু হয়েছিল গৌরবের নতুন ছবি একটি খুনির সন্ধানেই মিটিন। যদিও মাঝপথে অভিনেত্রী কোয়েল মল্লিকের হাত ভেঙে যাওয়ায় ছবির শুটিং স্থগিত রাখা হয়। বর্তমানে তার শেষ শুটিং ছিল সোনার কেল্লায় চকের ধন। এছাড়া বেশ কিছু নতুন ছবি নিয়ে প্রযোজক পরিচালকদের সঙ্গে কথাবার্তা চলছে তার। অন্যদিকে মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে খুব শীঘ্রই সিনেমার জগতে পা রাখবেন রিদ্ধিমা।