সম্প্রতি বিয়ে করেছেন? বিবাহিত সঙ্গীকে নিয়ে একান্তে সময় কাটাতে চান? বিয়ের জন্য অনেক খরচ হয়ে গেছে আর তারপরে হানিমুনের চিন্তা! রীতিমতো চিন্তার ভাঁজ। কিন্তু আর চিন্তা নেই একদম বাজেট ফ্রেন্ডলি খরচে এই জায়গা গুলি সহজেই ঘুরে আসতে পারেন। অফিসে দু-এক দিন ছুটির অবকাশ থাকলে নিজের জীবন সঙ্গীকে নিয়ে চলে যান এই হানিমুন স্পট গুলিতে একান্তে সময় কাটাতে।
মন্দারমনি
কলকাতা থেকে প্রায় 165 কিলোমিটার দূরে পূর্ব মেদিনীপুর উপকূলে সমুদ্র সৈকত বরাবর রয়েছে এই ট্রাভেলিং স্পট। সমুদ্রের ধারে মনোরম আবহাওয়ায় একটি রোমান্টিক আমেজ কিন্তু পেয়ে যাবেন। কলকাতা থেকে কোলাঘাট ড্রাইভ করে সহজেই আসতে পারেন এই মন্দারমনি সমুদ্র সৈকতে, আস্তে মোটামুটি চার ঘন্টার মত সময় লাগবে। সমুদ্র উপকূলে বিশেষত ভোরবেলায় এবং বিকেল বেলায় কাকড়া, মাছ ভাজা খেতে খেতে সৈকতে মনোরম পরিবেশ উপভোগ করতে পারেন।
বকখালি
কলকাতা থেকে প্রায় ১২৫ কিলোমিটার দূরত্বে রয়েছে সমুদ্রে ঘেরা এই হানিমুন স্পট। যাওয়ার জন্য আপনি কলকাতা থেকে ডায়মন্ড হারবার রোড ধরে সরাসরি চলে যেতে পারেন বা গড়িয়া বা ধর্মতলা থেকে সরাসরি বকখালির বাস ছাড়ে সেভাবেও যেতে পারেন। দক্ষিণ 24 পরগনার ফ্রেজারগঞ্জ এবং তার সংলগ্ন ছোট্ট পর্যটন গ্রাম হল বকখালি। বঙ্গোপসাগরের কোলে অবস্থিত এই ছোট্ট গ্রামটির সমুদ্র সৈকতের পরিবেশ বিশেষ মনোরম। বকখালি সমুদ্র সৈকত মূলত লাল কাকড়ার জন্য বিখ্যাত। শান্ত পরিবেশ, অসাধারণ আবহাওয়া, বিচে বসে সমুদ্রের মুগ্ধতা অনুভব এবং সুন্দর খাওয়া দাওয়ার মাধ্যমে আপনার সঙ্গীর সঙ্গে সময় কাটাতে পারেন। এই দ্বীপে নানান প্রজাতির পশু ও পাখির দেখা মিলবে, কাজেই যদি আপনি ওয়াইল্ড লাইফ ফটো শুটার হন তাহলে কিন্তু অবশ্যই একবার যেতে হবে। নৌকা চড়ে জম্মু দ্বীপ থেকে ঘুরে আসতে পারেন পাশাপাশি সমুদ্র সৈকতে ছেয়ে যাওয়া লাল কাকড়া দেখে শিউরে উঠতে পারেন।