অনেক ধরেই কংগ্রেসের আমেঠি (Amethi) ও রায়বরেলী (Raebareli)-র প্রার্থী কে হবে নিয়ে চর্চা হচ্ছিল। আজ সেই চর্চার অবসান ঘটিয়ে দিয়েছে কংগ্রেস। জানিয়েছে রাহুল গান্ধী (Rahul Gandhi) রায়বরেলীর প্রার্থী ও আমেঠিতে কিশোরীলাল শর্মা (Kishorilaal Sharma)কে প্রার্থী হবেন। চলতি মাসের ২০ তারিখ আমেঠি ও রায়বরেলীতে ভোট হতে চলেছে। আজ যেহেতু মনোনয়নের শেষদিন তাই রাহুল গান্ধী ও কিশোরীলালকে আজই মনোনয়ন পত্র দিতে হবে।
অন্যদিকে আমেঠি থেকে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি (Smriti Irani) ও রায়বরেলীর প্রার্থী মন্ত্রী দীনেশ প্রতাপ সিংহ (Dinesh Pratap Singh)। আমেঠিতে দীর্ঘদিন কংগ্রেস রাজত্ব করেছে। কিন্তু গতবারের লোকসভা নির্বাচনে বিজেপি জিতেছিল। রায়বরেলীতেও কংগ্রেস ২০১৯ পর্যন্ত ক্ষমতায় ছিল। কিন্তু রাজস্থানের রাজ্যসভা সাংসদ হয় সোনিয়া গান্ধী তাই তিনি এবার লোকসভা ভোটে অংশগ্রহণ করছেন না।
রায়বরেলী যেহেতু অনেক বছর ধরেই কংগ্রেস জিতে আসছে। তাই কংগ্রেসের হয়তো মনে হয়েছে এটি রাহুল গান্ধীর জন্য নিরাপদ জায়গা। রাহুল গান্ধী আমেঠির পাশাপাশি ওয়েনাড় থেকেও লড়াই করেছেন। কিন্তু আমেঠিতে জিততে পারেননি তিনি। ওয়েনাড় থেকে এবারও প্রার্থী হয়েছেন তিনি যেখানে ভোট ইতিমধ্যেই হয়ে গিয়েছে।যদিও শোনা যাচ্ছিল যে প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)-কে রায়বরেলীর প্রার্থী করা হবে। কিন্তু প্রিয়াঙ্কা এই মুহূর্তে গোটা দেশে প্রচার করতে চান।