চতুর্থ দফার ভোট শেষ হলেও তার রেশ এখনো কাটেনি কালনায়। এবার আবারো বিজেপির উপর অভিযোগ করেছেন তৃণমূল। তারা জানিয়েছে জয় শ্রী রাম না বলায় তৃণমূল কর্মীদের মারধর করেছে বিজেপির কর্মী। শুধু তাই নয় তৃণমূলও নাকি বিজেপির কর্মীদের মেরেছে বলে অভিযোগ বিজেপির। ঘটনাটি ঘটেছে কালনার কালনার বাঘনাপাড়ার ফড়িংগাছিতে। এর ফলে অনেকেই আহত হয়েছে। তাদের মধ্যে ৯ জন ভর্তি আছে কালনার মহকুমা হাসপাতালে।
গতকাল তাদেরকে দেখতে সেই এলাকার বিজেপি প্রার্থী অসীম সরকার গিয়েছিলেন। সেই এলাকায় একটি পুজো হয়েছিল যার জন্য মেলা বসেছিল। সেই সময়ই তৃণমূলের কয়েকজনকে থামিয়ে বিজেপির কর্মীরা জয় শ্রী রাম বলতে বলে এবং তাঁরা মানা করে দেওয়ায় তাদেরকে মারধর করা হয় বলে জানিয়েছেন তৃণমূল। এরপর বিজেপিও তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে। তৃণমূলের কর্মীরা কাকুরিয়ার এক বিজেপি কর্মীর বাড়ি গিয়ে তাকে মারধর করেছে বলে অভিযোগ বিজেপির।