১৩ই মে লোকসভা ভোটের চতুর্থ পর্বে বীরভূম থেকে তৃণমূলের পক্ষ হয়ে নির্বাচনে দাঁড়াচ্ছেন শতাব্দী রায়। যদিও তার রাজনীতিতে প্রবেশ নতুন নয়, তবে অতীতে নিজ কেন্দ্রে ভোট চাইতে গিয়ে বেকায়দায় পড়েছিলেন তিনি। প্রচারে গিয়ে স্থানীয়দের ক্ষোভের সম্মুখীন হন তিনি।
অবশ্য এবারে ছবির কিছুটা ব্যতিক্রম হয়েছে, এক ভক্তের তাকে অনুরোধ করেছিলেন সিনেমার একটি ডায়লগ বলতে। এর পরিপ্রেক্ষিতে তিনি বলেছিলেন সিনেমার ডায়লগ শুনতে হলে তারা পানীয় জলের দাবি করতে পারবেন না, আর ঠিক সেই মুহূর্তেই বিজেপি দলের কর্মীরা শতাব্দী রায় কে ঘিরে স্লোগান দেন “চোর ধরো ,জেলে ভরো”। অবশ্য গতকাল সিউড়ি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে প্রচারে যান তৃণমূল নেত্রী শতাব্দি রায়।
আর তাকে ঘিরেই এরূপ মন্তব্য করেন বিজেপি কর্মীরা। রীতিমত এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরালের পথে। তবে যে শুধু শতাব্দী রয় আক্রমণিত হয়েছেন তা নয়, রাজ্যজুড়ে বিভিন্ন প্রান্তরে তৃণমূল নেতা-নেত্রীদের ঘিরে নানান স্লোগান দিচ্ছে বিজেপি কর্মীরা। অবশ্যই এই স্লোগান বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম।
কলকাতা বিমানবন্দরে ঘাটালের সাংসদ দেব কে দেখে বিজেপি কর্মীরা স্লোগান দেন জয় শ্রীরাম,, এরকম দেবাংশুকে দেখেও বিরূপ মন্তব্য করে তারা। তবে শেষপর্যন্ত কার জয় হবে সেটা অবশ্য জুন মাসেই জানা যাবে।
উল্লেখ্য বীরভূম এলাকার মোঃপুরের পরবর্তী সাইথিয়া ব্লকে প্রচারের জন্য বেরিয়ে ক্ষোভের সম্মুখীন হন শতাব্দী রয়। সাইথিয়া ব্লকের অন্তগত বাতাসপুর গ্রামে তিনি প্রবেশ করতেই এগিয়ে আসেন উচ্ছ্বসিত গ্রামবাসীরা। একে একে তাদের বিভিন্ন সমস্যার কথা বলতে থাকেন, এরপরে তিনি যান হাতড়া গ্রামে সেখানেও তাকে দেখে নানান অভিযোগ করেন গ্রামবাসীরা।