আইপিএলের মরসুমেই ভারতের জন্য রইল এক মন খারাপ করার মতো খবর। টেস্ট ক্রিকেটের সিংহাসন হারালো রোহিতরা। এখন ভারতকে সরিয়ে প্রথম স্থানে অবস্থান করছে অস্ট্রেলিয়া। পাঁচ দিনের ক্রিকেটে দীর্ঘ দিন একেবারে প্রথম স্থানে নিজেকে রেখেছিল ভারত। কিন্তু এখন সেসব অতীত।
সদ্য প্রকাশিত হয়েছে টেস্ট দলগুলির তালিকা। সেখানেই দেখা গেলো, ভারতকে সরিয়ে এক নম্বরে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া, আর একেবারে তালিকার দুই নম্বরে নেমে গেছে ভারত। আর তিন নম্বরে রয়েছে ইংল্যান্ড।
২০২০-২১ মরসুম থেকে টেস্ট দলগুলির মধ্যে সিরিজগুলির ফলাফল বিবেচনা করা হয়েছে। পাশাপশি বিবেচনায় রাখা হয়েছে মে মাস থেকে হওয়া সিরিজগুলিকে। পয়লা নম্বরে থাকা অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ১২৪, দ্বিতীয় স্থানে থাকা ভারতের রেটিং পয়েন্ট ১২০, তৃতীয় নম্বরে থাকা ইংল্যান্ডের পয়েন্ট হলো ১০৫। এরপর দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা রয়েছে।
প্রসঙ্গত, টেস্টে জায়গা হারিয়েছে ঠিকই, কিন্তু এক দিনের এবং টি২০ ক্রিকেটে একবারে প্রথম নম্বরে রয়েছে ভারত। এক দিনের ক্রিকেটে বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়েছে অস্ট্রেলিয়া। কিন্তু কিন্তু এক দিনের এবং টি২০ ক্রিকেটে দু’নম্বরেই আছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ভারত এবং অস্ট্রেলিয়ার পরে রয়েছে।
তাই বলাই বাহুল্য, টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বকাপের আগে ভারত শীর্ষেই রইল। এক ধাপ এগিয়েছে অস্ট্রেলিয়া। দু’নম্বরে উঠে এসেছে এই দেশ। অন্যদিকে আবার, এক ধাপ নেমে গেলো ইংল্যান্ড। তিন নম্বরে রয়েছে তারা। এদিকে আবার দু’ধাপ উঠে চার নম্বরে জায়গা করে নিলো দক্ষিণ আফ্রিকা।