আর পাঁচজন রাজনৈতিক নেতার মত বক্তব্য ভাষণ ছাড়াও বিকল্প নজির গড়ে তুলেছেন দীপক অধিকারী ওরফে দেব। আবার সেই একই পথে হেটে বিগত বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার দিন একটি রক্ত দান শিবিরে রক্ত দান করে ফের নজিরের সাক্ষী হলেন ঘাটালেরএই তৃণমূল কংগ্রেস প্রার্থী। এদিন ঘাটালের লোকসভা কেন্দ্র তৃণমূল প্রার্থী দেবের উদ্যোগে দলপতিপুর স্বয়ং এপার্টমেন্টে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রথম রক্তদাতা হিসাবে দেব এই শিবিরে রক্ত দান করে সকাল সকাল মনোনয়ন পত্র জমার জন্য রওনা দেন তিনি।
অবশ্য এর পাশাপাশি আরো একটি কথা জানান তিনি দিন দিন যেভাবে গরম বাড়ছে সে ক্ষেত্রে বৃক্ষরোপণ করাটা খুবই জরুরী। সেই কারণেই এদিন রক্তদান শিবিরের দিন তিনি শপথ নেন ঘাটালে তৃণমূল কংগ্রেস জিতুক বা না জিতুক মোট যত ভোট পাবেন তিনি ঠিক ততগুলি বৃক্ষরোপণ করবেন ঘাটাল লোকসভা কেন্দ্রে। পাশাপাশি তিনি বিরোধীদের এই উদ্যোগে অংশগ্রহণ করতে আহ্বান জানান।
অন্যদিকে শ্রীরামপুরের বিধায়ককে দেখে মহিলারা ভিষন রিয়েক্ট করেছেন এই দাবিতে কাঞ্চনকে প্রচারের সময় গাড়ি থেকে নামিয়ে দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু ফের কাঞ্চনের দেখা মেলে দেবের প্রচারকার্যে।দেবের ডাকে ঘাটালের লোকসভা নির্বাচনে প্রচারকার্যে হাসিমুখে অংশগ্রহণ করেন কাঞ্চন। একসঙ্গে ফটো তোলেন তারা এবং সোশ্যাল মিডিয়ায় আপলোড করার সঙ্গে সঙ্গে লাইক ও কমেন্টের বন্যায় ছেয়ে যায়।
অশান্ত শুষ্ক মরুভূমিতে এক্ষেত্রে দেবের ভূমিকা ছিল মরুদ্যানের জলকনার মত।উল্লেখ্য কাঞ্চনের তৃতীয় বিয়ে নিয়ে অবশ্য মন্তব্যের কম ঝড় ওঠেনি। কাঞ্চন ও তার তৃতীয় স্ত্রী শ্রীময়ী চট্টরাজকে নেটিজেন নানান হবে আক্রমণের চেষ্টা করেন। আর তার পরিপ্রেক্ষিতেই কল্যাণের বিব্রতকর উক্তি।প্রচারে শেষে কাঞ্চন সেলফি ও ফটো সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন এবং ক্যাপশনে লেখেন ঘাটাল লোকসভা কেন্দ্রে দেবের হ্যাটট্রিক কামনা করি।
অবশ্য এই প্রসঙ্গে সাংবাদিকরা দেবের মতামত জানতে চাইলে তিনি জানান “সম্পূর্ণ বিষয়টাই তার অজানা নয় । এটি অবশ্যই কোন প্রার্থীর অধিকার রয়েছে কাকে তিনি তার প্রচারের গাড়িতে রাখবেন কি রাখবেন না । এ বিষয়ে আর কোন বিতর্কিত মতবাদ তিনি করতে চান না”।