দেশে ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন (Loksabha Election)। যারজন্য নেতা মন্ত্রীরা ভোটপ্রচার ও জনসভায় দারুন ব্যস্ত। প্রধানমন্ত্রীও তাই করছেন। আজ তিনি বাংলার বিভিন্ন জায়গায় উপস্থিত থাকছেন। বর্ধমান (Bardhaman), কৃষ্ণনগর (Krishna Nagar) ও বোলপুর (Bolpur)- এ করছেন জনসভা। জানা গিয়েছে তিনি বাংলার জনসভা করেই পাড়ি দেবেন প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে (Jharkhand)। সেখানে তাঁর রয়েছে অনেক জনসভা। অত্যধিক গরমের জন্য সেখানে বেশিরভাগ কার্যসূচি বিকেলে হচ্ছে। সেখানে প্রধানমন্ত্রী আজ রাত পর্যন্ত নানান কর্মসূচি করবেন বলে জানা গিয়েছে।
আজকের প্রচারের জন্য প্রধানমন্ত্রী গতকালই কলকাতায় চলে এসেছিলেন তিনি। এখানে এসে রাজভবনে থেকেছেন। আজ সকাল ১১ টায় বর্ধমান, কৃষ্ণনগরে ১২ টা এবং সবশেষে বোলপুরে সভা করেই তিনি রওনা হবেন ঝাড়খণ্ডের উদ্দেশ্যে।ঝাড়খণ্ডের জামশেদপুর (Jamshedpur), খুঁটি (Khuti), রাঁচি (Ranchi) ইত্যাদি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীদের সমর্থন করতে সেখানে অংশগ্রহণ করবেন তিনি। আজকে তিনি রাতে থাকবেন রাঁচীর রাজভবনে। শনিবারে তিনি ঝাড়খণ্ডের মাওবাদী লোকসভা কেন্দ্র লোহারডাগা (Lohardaga) ও পলামু (Polamu)-তে জনসভা করবেন বলা জানা গিয়েছে।