এবার কি সত্যিই ভয় পেয়েছে নরেন্দ্র মোদি? ভয় পেয়েই ডাকছেন আদানি আম্বানি কে? উত্তরপ্রদেশের কনৌজের একটি সভায় ঠিক এই ভাবেই কটাক্ষের তীর ছুড়ে মারলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।অবশ্যই এটি প্রথম নয় এর আগেও বারংবার আদানী এবং আম্বানির প্রসঙ্গে মোদিকে কটাক্ষ করেছেন ওয়েনাড ও রায়বরেলির কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধী।
তার বক্তব্য, বিগত ১০ বছরে মোদি ভাষণ দেওয়ার সময় কারণ নাম মুখে আনেননি। নিজে নিজে ভাষণ নিজেই দিয়েছেন।। কিন্তু হঠাৎ এমন কি হলো যে যাকে আদানী আম্বানির নাম মুখে আনতে হচ্ছে ? তাদের স্মরণ করতে হচ্ছে? আসলে কি হয় মানুষ যখন ভয় পায় তখন এমন মানুষের নাম মুখে আনে যারা তাকে সাহায্য করতে পারবে। আর মোদির ক্ষেত্রেও ব্যাপারটা বিকল্প হয়নি।মোদি বলেন, আদানি আম্বানি আমাকে বাঁচাও ভারত জোট আমাকে কোন ঠাসা করে দিয়েছে।
অবশ্য দিন কয়েক আগে তেলেঙ্গানার এক সভায় নরেন্দ্র মোদি নিশানা করেন রাহুল গান্ধীকে। তার বক্তব্য, ভোটের দিনক্ষণ ঠিক হওয়ার সঙ্গে সঙ্গে আদানি আম্বানি কে গালি দেওয়া বন্ধ করেছেন রাহুল গান্ধী, এর কারণ কি কেউ বলতে পারবেন? আসলে কংগ্রেস তাদের কাছ থেকে ঠিক কত টাকা তুলেছেন সেটা ভাববার বিষয়।
টেম্পো করে কি তাদের ঘর অব্দি টাকা পৌঁছে যাচ্ছে তাও জানতে চান তিনি। আর এর পরিপ্রেক্ষিতেই পাল্টা মন্তব্য করেন রাহুল গান্ধী। তিনি বলেন, প্রধানমন্ত্রী নিশ্চয়ই এটাও জানেন যে কোন টেম্পোতে করে আদানি আম্বানির কাছ থেকে টাকা আসে? অবশ্য এ বিষয়ে ব্যক্তিগত অভিজ্ঞতা না থাকলে বলা সম্ভব নয়।