নিজস্ব সংবাদদাতা:ঝরঝর করে কপাল,মাথা থেকে ঝরছে রক্ত। ভিডিওতে দেখা যাচ্ছে ভারতীয় ছাত্রটি সাহায্যের জন্য আর্জি জানিয়ে চলেছে। আমেরিকার শিকাগোয় ডাকাতদের হাতে বেধড়ক মার খাওয়া ছাত্রটির ভিডিও দেখে রীতিমতো শিউরে উঠেছেন সবাই। ঘটনার জেরে আতঙ্কিত পরিবারের সবাই আমেরিকা ছেড়ে সোজা চলে এসেছেন হায়দ্রাবাদে। ছাত্রটির পরিবার আবেদন জানিয়েছে তার স্ত্রীকে আমেরিকায় গিয়ে তার সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হোক। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দেখা গিয়েছে সঈদ মাজাহির আলি নামে ভারতীয় ওই ছাত্রটি রক্তাক্ত অবস্থায় সাহায্যের জন্য কাতরভাবে আর্জি জানাচ্ছে। নিগ্রহের শিকার ছাত্রটির স্ত্রী সঈদা রকুলিয়া তার স্বামীর উপযুক্ত চিকিৎসার জন্য বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি লিখেছেন।
যেখানে রকুলিয়া লিখেছে, সে শিকাগোয় তার স্বামীর নিরাপত্তা ও সুরক্ষার ব্যাপারে অত্যন্ত উদ্বিগ্ন। সে বিদেশমন্ত্রীকে জানিয়েছে তিনি যেন তার স্বামীকে সেরা চিকিৎসার ব্যবস্থা করেন। সম্ভব হলে তিনি যেন তাকে আমেরিকায় গিয়ে তিনটি নাবালক সন্তানকে নিয়ে দেখার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা ওয়েসলিয়ান বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ডিগ্রি পাঠরত। শুধু তাই নয়,ভিডিওতে দেখা গিয়েছে ভারতীয় ছাত্রটিকে তিনজন হামলাকারী তাড়া করছে।
পাশাপাশি ভারতীয় ছাত্রটিকে বলতে শোনা যায়, সে যখন বাড়ি ফিরছিল তখন চারজন তার ওপর হামলা চালায়। তাড়ার চোটে সে বাড়ির সামনে পিছলে পড়ে যায়। হামলাকারীরা তাকে লাথি মারে এবং এলোপাথাড়ি ঘুষি চালায়। উল্লেখ্য,এর আগে আমেরিকায় এবছরের শুরুতে চারজন ভারতীয় ছাত্রকে মৃত অবস্থায় পাওয়া যায়।