ভারতের জাতীয় পতাকাকে অসম্মান করার অভিযোগ উঠেছে মলদ্বীপের এক মন্ত্রীর বিরুদ্ধে। মলদ্বীপের মুইজ্জু প্রশাসনের ওই মন্ত্রীর নাম মারিয়ম শিউনা। প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুর প্রশাসন তাঁকে সাসপেন্ড করেছে। ওই মন্ত্রী পরে ক্ষমাও চেয়ে নিয়েছেন। কিন্তু তাতে থামেনি বিতর্ক।
কিছু দিন আগে তিনি সমাজমাধ্যমে একটি পোস্ট করেছিলেন ভোটের প্রচারের সূত্রে। অভিযোগ উঠেছে, তাঁর ওই পোস্টে ভারতের পতাকার ছবি ছিল বিরোধী দলগুলিকে নিশানা করে। পরে মুছে দেওয়া হয় সংশ্লিষ্ট পোস্টটি। কিন্তু ভাইরাল হয়ে যায় তার ‘স্ক্রিনশট’। মলদ্বীপের মন্ত্রীর ওই পোস্ট নিয়ে ভারতের সমাজমাধ্যমে চর্চা হয়েছে বিস্তর।
মলদ্বীপের বিরোধী দলের ভোটপ্রচারের একটি ছবি ছিল বিতর্কিত পোস্টে। অভিযোগ উঠেছে, তাতে ভারতের পতাকার অশোকচক্রের ছবি বসানো হয়েছিল দলের প্রতীকের ছবিটির জায়গায়। পাশাপাশি, ওই ছবির সঙ্গে মারিয়ম লিখেছিলেন, ‘‘এমডিপি (বিরোধী দল) একটা বড়সড় পতনের দিকে এগোচ্ছে। মলদ্বীপের জনগণ তাদের সঙ্গে পতনের দিকে এগোতে চায় না।’’ এরপর অভিযোগ ওঠে, ভারতের অশোকচক্র বিরোধী দলের প্রতীকে বসে গিয়েছে বলে মারিয়ম ইঙ্গিত করতে চেয়েছিলেন।
এই প্রসঙ্গে পরে অবশ্য এমডিপি জানায়, ওই ছবিটির কোনো সত্যতা নেই। ছবিটি ভুয়ো। তারা সভা করেছিলেন তাদের দলের প্রতীক চিহ্ন নিয়েই। যেখানে পরবর্তীতে ভারতের অশোকচক্রের ছবি বসিয়ে দেওয়া হয় এডিট করে। এই ঘটনার পর প্রবল বিতর্কের মাঝে পড়েন মারিয়ম। তারপর তিনি তড়িঘড়ি সেই পোস্টটি মুছে দেন।