ঝাড়খণ্ড (Jharkhand)- এর ভোটের আগেই খোঁজ মিললো বান্ডিল বান্ডিল টাকার। ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন মন্ত্রী আলমগীর আলম (Alamgir Alam)- এর ব্যক্তিগত সচিব সঞ্জীব লাল (Sanjiv Lal)- এর পরিচারকের বাড়িতে মিলেছে অঢেল টাকা। ইডি (ED) গতকাল রাঁচির অনেক জায়গায় খোঁজ চালিয়েছিল। এরপরই একটি বাড়ি থেকে পাওয়া যায় অনেক টাকা। বাড়িটি ছিল আলমগীর আলমের সচিবের বাড়ি এবং এরপরই তাকে গ্রেপ্তার করা হয়।
সূত্রমতে জানা হয়েছে ২০ কোটির মতো টাকা উদ্ধার হয়েছে। তবে এখনো সব টাকার খোঁজ পাওয়া যায় নি পরে আরো টাকার পরিমাণ বাড়তে পারে বলে ইডি জানিয়েছে। টাকা লেনদেনের সূত্র পাওয়া গিয়েছে এক পেনড্রাইভে। এই টাকাগুলি ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন দফতরের আর্থিক দুর্নীতির সাথে যোগ করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। গত বছরই দুর্নীতির অভিযোগ উঠেছিল গ্রামোন্নয়ন দফতরের চিফ ইঞ্জিনিয়ার বীরেন্দ্র কে রাম (Virendra K Ram)- এর বিরুদ্ধে এরপর তাকে পুলিশি হেফাজতেও রাখা হয়েছিল। এই ঘটনা মনে করিয়ে দেয় বাংলার প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)- এর বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকার ঘটনাটির। অর্পিতার দুই বাড়ি থেকে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করা হয়েছিল। তবে এখান থেকে যদি আরো টাকা পাওয়া যায় তবে এটি অর্পিতার টাকার পরিমাণকেও ছাপিয়ে যাবে।