রাজ্য জুড়ে ১০০ দিনের কাজের টাকার বিপুল নয় ছয় পড়েছে তৃণমূল, বর্ধমানে একটি লোকসভায় এই কথাই জানান প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। আরো জানান টাকার বিপুল হেরফের করা হয়েছে ১০০দিনের প্রকল্পের নাম করে, আর এই প্রশ্নের পালটা জবাব দেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এই অযথা টাকা খরচের ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানান, পুরুলিয়ার পারা, বাঁকুড়ার পাত্রসায়রে মঙ্গলবার পরপর দু’টি সভাতেই মমতা ব্যানার্জি ১০০ দিনের কাজের হিসাব তুলে ধরেন ধরেন কোন খাতে কত টাকা খরচ হয়েছে তার পরিস্কার তথ্য তুলে ধরেন জনসাধারণের সামনে।
আর এই প্রকল্পে টাকার বিষয়ে বিজেপি সরকার বলেছিল যে কেন্দ্র থেকে কোন রকম সাহায্য দেওয়া যাবে না কেননা এই খরচ সম্পূর্ণভাবে ভিত্তিহীন। আর এই প্রসঙ্গে তিনি আরো বলেন যে তৃণমূল কংগ্রেস প্রায় 24 কোটি টাকা সাশ্রয় করেছে যার তিনি লিখিত নথি ও প্রমাণ দেখাতে পারবেন।।পাত্রসায়রের সভায় এই বিষয়েই মমতা ব্যানার্জি বলেন, ১০০ দিনের কাজের প্রকল্পে যেহেতু দেশের মধ্যে পশ্চিমবঙ্গ প্রথম স্থান অধিকার করেছে, সেজন্য এক্ষেত্রে বিজেপি হিংসে দেখাতেই পারে।।
বিজেপির ও মনে রাখা উচিত আমরা এই প্রকল্পের মাধ্যমে ২৪ কোটি টাকার আশ্রয় করেছি তাই মিথ্যা বাজি বা মিথ্যেবাদ না দিয়ে সঠিকটা জেনে তার যেন তর্ক করতে আসে।১০০ দিনের কাজের প্রকল্পের বিষয়ে মমতা একাধিক বক্তব্য তুলে ধরলেও তার বিরোধিতা করেন বিজেপি দলের মুখপাত্র সমিক ভট্টাচার্য, তার মতে যদি ১০০ দিনের কাজ কোন ভন্ডামি না হয় বেআইনি না হয় তবে সেক্ষেত্রে তিনি সুপ্রিম কোর্টের কাছে গিয়ে যথাযথ প্রমাণ দিক। কেননা ১০০ দিনের কাজের প্রকল্পটি বর্তমানে কোর্টের আওতায় বিচারাধীন। পাশাপাশি বাংলায় এসে নরেন্দ্র মোদী একাধিক প্রকল্পের বিষয়ে ভাওতাবাজি করেছেন বলেও দাবি করেছেন মমতা ব্যানার্জি।