প্রখর গরমের হাত থেকে এখনই মিলছে না স্বস্তি ৷ আলিপুর আবহাওয়া দফতরের তরফে রবিবারই লাল সতর্কতা আগেই জারি করা হয়েছিল বেশ কিছু জেলায়৷ পাশাপাশি হাওয়া অফিস রাজ্যের বিভিন্ন জেলায় কমলা ও হলুদ সতর্কতা জারি করেছে 25 তারিখ পর্যন্ত৷
ইতিমধ্যেই, হাওয়া অফিসের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে, লাল সতর্কতা কোন কোন জেলায়, কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে কোন কোন জেলায়, সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য জানানো হয়েছে৷ রবিবার লাল সতর্কতা জারি ছিল পশ্চিম পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম মেদিনীপুর ও বাঁকুড়ার বেশ কিছু জায়গায়।
দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে?
ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় প্রবল তাপপ্রবাহের মতো অবস্থা তৈরি হতে পারে৷ তাই এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে?
হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা ও নদিয়া জেলার বেশ কিছু জায়গায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা৷ কলকাতা ও হাওড়া জেলায় লক্ষ্য করা যাবে উষ্ণ আর্দ্র আবহাওয়া৷
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
আলিপুর আবহাওয়া দফতর, আগামী সাতদিনের মধ্যে দার্জিলিং-কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে 22 তারিখ৷ জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে 23 ও 26 তারিখ৷ প্রসঙ্গত, পশ্চিম বর্ধমানের পানাগড় রেকর্ড তাপমাত্রা ছুঁয়েছিল 20 তারিখ৷ সেখানে 45.1 ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বোচ্চ তাপমাত্রা। যা 8.3 ডিগ্রি বেশি ছিল স্বাভাবিকের থেকে।