সালমান খানের বাড়িতে আচমকা হামলা। ইতিমধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে একজন হেফাজত অবস্থায় আত্মহত্যা চেষ্টা করেছেন ,যদিও সমগ্র বিষয়টি খতিয়ে দেওয়া হচ্ছে। ২৯ এপ্রিল সাত সকালে সালমান খানের মুম্বাইয়ের বাংলো গ্যালাক্সির বাইরে চলতে থাকে একের পর এক গুলির বর্ষণ। দুজন আসামিকেই গ্রেফতার করা হয়েছে কিন্তু তার মাঝে আরো একটি ভয়ংকর খবর ।
সালমান খানের বাড়িতে গুলি চালানো একজন অভিযোগকারী ইতিমধ্যেই আত্মহত্যার চেষ্টা করেছেন যা রীতিমতো আশঙ্কাজনক।প্রসঙ্গত উল্লেখ্য ৩২ বছর বয়সী অনুজ থাপন সালমান খানের বাড়িতে হামলার জন্য অস্ত্র সরবরাহ করেন। কিন্তু পুলিশে হেফাজতে ধরা পড়ার পরেই আত্মহত্যার চেষ্টা করেন তিনি।
জিটী হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, যদি তার বর্তমান অবস্থা বেশ আশঙ্কাজনক।অবশ্য অনুজকে ৩০ শে এপ্রিল সোনু সুভাষ চন্দর-সহ পাঞ্জাব বন্দর থেকে বোম্বাই পুলিশ গ্রেপ্তার করে। ঘটনার দিন অর্থাৎ ২৯শে এপ্রিল বান্দ্রা এলাকায় বলিউড স্টার সালমান খানের বাড়ির বাইরে হঠাৎ অজ্ঞাতপরিচয় দুই।
ব্যক্তি চার রাউন্ড গুলি চালায়। এই ঘটনায় কেউ আহত না হলেও ঘটনার রেশ কিন্তু অনেক দূর পর্যন্তই ছড়িয়েছে।
ঘটনাটি ঘটেছে এই দিন ভোরবেলায় অর্থাৎ ৪ টে ৫১ মিনিটে। ঐদিন সকালে দুইজন দুস্কৃতি আশঙ্কা ৪ রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় এবং ঘটনাচক্রের দিন সালমান খান তার বাড়িতেই ছিলেন। এই ঘটনার পর পাঞ্জাব পুলিশ ভিকি গুপ্তা এবং সাগর পাল দুই অভিযুক্ত শুটার কে গুজরাটে ভুজ থেকে আটক করে এব্ং থাপন ও চন্দর কে মুম্বাই পুলিশ গ্রেফতার করে। উপযুক্ত দুই শুটার তাদের ভূমিকার বিষয় পুলিশের সামনে বিস্তারিত জানায়।