কাঞ্চনকে নিয়ে ঘাটাল কেন্দ্রে সম্পূর্ণ ভোটের প্রচার চালালেন টলিউড অভিনেতা দেব! হাসিমুখে সম্পূর্ণ প্রচারের কাজটি চালিয়েছেন কাঞ্চন এবং প্রচার শেষে সেলফি করে আপলোড করেছেন সোশ্যাল মিডিয়ায়।
উল্লেখ্য, বিগত দিনে বিদায়ী সাংসদ ও তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শ্রীরামপুর কেন্দ্রে ভোটের প্রচার বেরিয়েছিলেন কাঞ্চন। কিন্তু স্থানীয় এলাকার মহিলাদের তীব্র কটুক্তি এবং সমালোচনার দরুণ প্রচারের মাঝ রাস্তায় গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয় তৃণমূলের অভিনেতা বা বিধায়ক কাঞ্চনকে।
আর এরূপ হেনস্তার পর ফের ভোট প্রচারের জন্য কাঞ্চনের ডাক পড়ে ঘাটাল কেন্দ্রের প্রার্থী দেবের কাছে। হাসিমুখে দেবের সঙ্গে সম্পূর্ণ প্রচারে ছিলেন কাঞ্চন এবং সেই ছবি রীতিমতো ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় । দেবের এই প্রতিদান যেন মরুভূমির মাঝে মরুদ্যানের জলকণার সমান।
আরো বলে রাখি, বিগত কিছুদিন আগে কাঞ্চন তার দ্বিতীয় প্রাক্তন স্ত্রীকে ডিভোর্স দিয়ে বিয়ে করেছেন তৃতীয় নববধূর শ্রীময়ী চট্টরাজকে। ৫৫ বছর বয়সী কাঞ্চনের ২৮ বছর বয়সে শ্রীময়ী কে বিয়ে করা ঘটনাটা অনেক সমালোচক রায় কটুক্তির চোখে দেখেছেন। পাশাপাশি অনেক নিন্দামূলক মন্তব্য করেছেন। আর ঠিক এই কারণেই তাকে নিয়ে ভোটের প্রচারে বেরোতে আগ্রহ দেখাচ্ছিলেন না কোন প্রার্থী।
এইদিন দেবের সঙ্গে প্রচারে বেরিয়ে কাঞ্চন জানান, আমি হাত বাড়ালেই বন্ধু, তৃণমূলের একজন সাধারণ বিধায়ক। যে প্রার্থী আমাকে প্রচারের জন্য ডাকবেন আমি তার সঙ্গেই যেতে প্রস্তুত।পাশাপাশি দেবের প্রচার সম্পর্কে তিনি বলেন, ঘাটাল লোকসভা কেন্দ্রে যেন পরবর্তী নির্বাচনে দেব বিজয়ী হয় এবং সঙ্গে একটি যুগল ফটো পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।
সম্পূর্ণ ঘটনা বিষয়ে দেব বলেন, “বিষয়টা আমার অগোচরে নয়, একজন প্রার্থীর সম্পূর্ণ অধিকার আছে তার প্রচারে কে থাকবে আর থাকবে না তা ঠিক করার, কিন্তু তাই বলে কোন ব্যক্তিকে অবশ্যই অবমাননা করা নয়।”কাঞ্চনকে নিয়ে বিপুল জনসমাগমের মাঝখানে ভোটের প্রচার করেন দেব। দুজনে একসঙ্গে অনেক সেলফি ও তোলেন এবং সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন।