২০২১ সালে নুসরাতের আলো করে জন্ম দিয়েছিলেন তার ছেলে, নাম ঈশান দাশগুপ্ত। কিন্তু তারা সন্তানের জন্ম পরিচয় নিয়ে জন্মের সময় অনেক তর্ক বিতর্ক দেখা যায়।, কে আসল বাবা এই সন্তানের তা নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় অভিনেত্রীকে ।অবশ্য পুরসভার সার্টিফিকেট পরিষ্কার জানিয়ে দেয়, যশ সেনগুপ্তই হলেন এই সন্তানের বাবা।
এমনিতেই তারকাদের ছেলেমেয়েরা কার মতো দেখতে হয়েছে বা কিরকম দেখতে হয়েছে তা নিয়ে অনুরাগীদের আগ্রহের শেষ থাকে না। অবশ্য নুসরতের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি, সাড়ে তিন বছর বয়সী ছেলে ঈশানকে নিয়ে এদিন সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করেন নুসরাত।
অবশ্য চলতি বছরে লোকসভা ভোটে প্রার্থীদের নাম লেখার নেই নুসরাত আপাতত ছবির কাজ এবং স্বামী নিয়ে সংসারেই ব্যস্ত তিনি। মা হয়েছেন বেশ কয় বছর হল তবে ছেলের ব্যাপারে যথেষ্ট সচেতন যশ এবং নুসরত। অবশ্য বিগত বছরের দীপাবলি বা দূর্গা পূজার অনুষ্ঠানেও ছেলের পিছন থেকে তোলা ছবি আপলোড করেছেন তিনি এখানে তার ছেলের মুখ স্পষ্ট বোঝা যায়নি তবে এবারে ছেলের মুখ সরাসরি প্রকাশ্যে আনলেন তিনি।
মাতৃ দিবসের দিন গোলাপি শিফনের শাড়িতে কোলে ছোট্ট ঈশানকে নিয়ে ছবি আপলোড করেন। তবে যে শুধু সন্তানের সঙ্গেই সময় কাটিয়েছেন তা নয় এই দিনের মাহাত্ম্য সমান ভাবে তার মায়ের সঙ্গেও ভাগ করে নেন একসঙ্গে কেক কাটেন এবং মাতৃ দিবসের উদযাপন করেন।