ইতিমধ্যে বাংলায় ছোট বড় অসংখ্য গায়িকা এসেছে। তবে বাংলা গানের ক্ষেত্রে সারেগামাপা বিজয়ী রাহুল অঙ্কিতার কথা জানেন না এরকম ব্যক্তি হয়ত কম আছেন। অবশ্য অঙ্কিতার নিজস্ব জীবন নিয়ে ভক্তদের উঁকি ঝুঁকি কম নয়, কিছুদিন আগে অঙ্কিতার সঙ্গে রাহুলের সম্পর্কে কিছু গুঞ্জন শোনা যাচ্ছিল।সারেগামাপা বিখ্যাত অঙ্কিতা রাহুলের প্রেম যথেষ্ট ওপেন ছিল। তবে বিগত বেশ কিছু মাস ধরে দুজনের মধ্যে দূরত্ব বাড়ছে।
শোনা যাচ্ছে অঙ্কিতার জীবনে রাহুল এসেছে কি নতুন কোন প্রেমিক? হ্যাঁ নতুন করে ফের প্রেমে পড়েছেন অঙ্কিতা। ড্রামার উজান মণ্ডলের সঙ্গে বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি অবশ্য এ বিষয়ে তিনি কোন মুখ খোলেননি।বর্তমানে অঙ্কিতার পার্টনার ইন ক্রাইমে রয়েছেন উজান মন্ডল। সংগীতের আদান-প্রদানের পাশাপাশি মনেরও বিনিময় করে নিয়েছেন তারা।
অবশ্য রাহুল অঙ্কিতার সম্পর্ক টি ওন সেটের গল্প। প্রকাশ্যে তারা সম্পর্কের কথা স্বীকার না করলেও একসঙ্গে অনেক অ্যালবামে গান করেছেন। তবে বর্তমানে তাদের এক সঙ্গে গান করতে দেখা যায় না সেটা কি ব্যস্ততার কারণে না ব্যক্তিগত সম্পর্কে চির ধরেছে ইত্যাদি কানাঘুষো তো লেগেই রয়েছে।তবে বর্তমানে গানের জেরে দেশ-বিদেশে ঘুরে বেড়ান অঙ্কিতা উজান। সম্প্রতি তাদের বাংলাদেশের একটি সফরে গান করতে দেখা যাচ্ছে। গানের মঞ্চে সেলফি তুলে উজান সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন, সঙ্গে সঙ্গে ভক্তদের ভিড় ভরে যায় কমেন্ট সেকশনে। কেউ মন্তব্য করেছেন নতুন প্রেমিক কিনা কেউবা মন্তব্য করেছেন তাদের দুজনকেই যথেষ্ট ভালো মানিয়েছে। যদিও পুরো বিষয়টিতেও এখনো মুখে কুলুপ এটেছেন অঙ্কিতা। তবে বর্তমানে ব্যক্তিগত জীবন নিয়ে যথেষ্ট খুশি অঙ্কিতা। সম্প্রতি দাদাগিরি সিজনে তাকে গ্রান্ড ফিনালেতে দেখা গেছে। সুখবিন্দর সিং এর সঙ্গে ডুয়েট গান করেছেন তিনি।